কুমিল্লার লাকসামে করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগনের করনীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ হল রুমে স্থানীয় সরকার বিভাগেরর অধীনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোআপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রশিক্ষণ অনুষ্ঠান বাস্তবায়ন করে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম সাইফুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামিমা আক্তার, ডাঃ মেহেদী হাসান জিতু, ডাঃ আবদুল হান্নান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যামিলিটেটর ইউজিডিপি প্রকল্পের প্রতিনিধি মোহাম্মদ ছফি উল্লাহ। এছাড়াও স্থানীয় সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।