মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

জিনজিরাবাসীকে উৎসাহ দিতে টিকা নিলেন জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু

শামীম আহম্মেদ কেরাণীগঞ্জ (ঢাকা) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

কেরাণীগঞ্জে জিনজিরাবাসীদের উৎসাহ দিতে করোনা প্রতিশেধক টিকা নিয়েছেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু। তিনি গতকাল কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এ টিকা গ্রহন করেন। এসময় তার সাথে একই সাথে টিকা গ্রহন করেছেন জিনজিরা পী.এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু রায়হান, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মো.মুস্তাক হোসেন, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন নোবেল, মো.দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। এরআগে গত ৭ ফেব্রুয়ারি রবিবার ঢাকা-২এর সাংসদ সাবেক খাদ্য মন্ত্রী এ্যাড.কামরুল ইসলাম নিজে টিকা গ্রহনের মাধ্যমে কেরাণীগঞ্জে এ গণ টিকাদান এ কর্মসূচীর উদ্ধোধন করেন। এরপর পরই ওইদিন টিকা গ্রহন করেন কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটু, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মো.সালাহ উদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা: মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ইসমাইলসহ কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সামনের কাতারে থাকা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা: মশিউর রহমান জানান, প্রথম পর্যায়ে এ উপজেলায় এখন পর্যন্ত ৩০ হাজার ডোজ টিকা এসেছে। যা অন্তত ১৫ হাজার লোকের শরীরে পুশ করা যাবে। এরইমধ্যে আজ বৃহস্পতিবার ৪২১জনসহ গত ৪ দিনে মোট একহাজার পঞ্চাশজন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ টিকা গ্রহন করেছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান থেকে দিন দিন এ কর্মসূচীতে সাধারন মানুষের অংশগ্রহন বাড়ছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com