কুড়িগ্রামের রৌমারী উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০১৯-২০ ইং অর্থ বছরে ২৮ হাজার টাকা ব্যয় পথচারিদের জন্য বন্যা সহনশীল নলকুপ স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে এ নলকুপ স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, ইউএন’র প্রতিনিধি উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, ইউপি সদস্য কাজিম উদ্দিন, ইউপি সচিব আমিনুল ইসলাম, লজিক প্রকল্পের ইউনিয়ন কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলেটর সোহেল রানা ও আনজুয়ারা খাতুনসহ এলাকাবাসি। এ প্রকল্পের অধিনে ২৭ টি বন্যা সহনশীল নলকুপ স্থাপন করা হবে। অপরদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের উপস্থিতিতে গত ২৪ জানুয়ারী এ প্রকল্পের আওতায় ২ নং শৌলমারী ইউনিয়নে পূর্ব গয়টা পাড়া দক্ষিন চকের বিলের পানি নিস্কাসনের ৭ শত ফুট পাইপ লাইন স্থাপন ও রৌমারী সদর ইউনিয়ন গোয়াল গ্রাম বাদশাহ মেম্বারের বাড়ির সামনে টিউবয়েল স্থাপন করা হয়।