মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

আসলে ঘটেছে কি?

বিধান চন্দ্র দাস ঠাকুরগাঁও :
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বাসায় স্বামী না থাকার সুযোগে বাড়ির সবকিছু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক স্কুল শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী স্বামী ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামের শামসুল হকের ছেলে সাইফুর রহমান ফারুক অভিযোগ করে বলেন, গত চার বছর আগে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়ার ফজলুর রহমান বিশ্বাসের মেয়ে অহিদা পারভিন সুবর্ণার সাথে তার বিয়ে হয়। তার স্ত্রী হরিপুর উপজেলার উত্তরডাঙ্গী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চার বছরের দাম্পত্য জীবন ভালই কাটছিল তাদের। স্ত্রীর প্রাইমারি ট্রেনিংয়ের সুবাদে গত এক বছর ধরে ঠাকুরগাঁও বড়মাঠ সংলগ্ন আহাদ আলীর বাড়িতে ভাড়া ওঠেন ওই দম্পতি।কিন্তু হঠাৎ গত (৫ফেব্রুয়ারী) শুক্রবার তিনি জমিজমা দেখাশোনার দরুণ গ্রামের বাড়িতে যান।ফিরে এসে দেখেন তার বাড়িতে কোন কিছুই অবশিষ্ট নেই। এসময় প্রতিবেশী খোরশেদ আলী মাষ্টার বলেন,কি ব্যাপার ফারুক ভাই বাড়ি ছেড়ে দিলেন আর জানালেন না।উত্তরে তিনি বলেন, কোথায় শুনলেন বাড়ি ছেড়েছি বলতেই খোরশেদ বলেন, ভাবী বল্লেন আপনি গ্রামের বাড়িতে ব্যস্ত। বাসা ছেড়েছেন, তাই তিনি সব মালপত্র নিয়ে চলে যাচ্ছেন। এসব কথা শুনে ফারুক চমকে ঘরে গিয়ে দেখেন টিভি, ফ্রীজ, স্বর্ণালঙ্কার, ঘরের দামী আসবাবপত্র, ড্রয়ারে রক্ষিত গুরুত্বপুর্ণ দলিলপত্র, রান্নাঘরের জিনিস এমনকি বাথরুমের বদনা পর্যন্ত নেই। এছাড়া তার জমি বন্ধকের চারলাখ সত্তর হাজার টাকা সেটি নিয়েও পালিয়েছে প্রতারক স্ত্রী সুবর্ণা। পরে ফারুক স্ত্রী সুবর্ণার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি।সবকিছু নিয়ে গেছ কেনো? জিজ্ঞেস করলে স্ত্রী সুবর্ণা তা অস্বীকার করেন। ফারুক জানান, এ বিষয়ে ন্যায় বিচারের আশায় তিনি আদালতের স্মরনাপন্ন হবেন এবং তিনি কোর্টে একটি মামলা দায়েরেরও প্রস্তুতি নিচ্ছেন।এলাকা বাসীর প্রশ্ন আসলে কি ঘটনা ঘটেছে? রহস্যজনক মনে হচ্ছে। কী বা এর সমাধান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com