জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার নির্বাচিত মেয়র মনির উদ্দিন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকম-লী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক ড. গাজী হাসান কামাল আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। এই কর্ণারে থাকছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক অনেক বই এবং স্থির চিত্র। পাশাপাশি থাকছে বেশ কয়েকটি আলোকচিত্র।