মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

কিডস ক্রিয়েশান টিভি’র চিত্রাংকন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষ্যে কিডস ক্রিয়েশান টিভি আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গতকাল ১৬ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নিজস্ব স্টুডিওতে। “প্রিয় বাংলাদেশ” প্রতিপাদ্যে সারা বাংলাদেশের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে অনলাইনে ছবি আহ্বান করা হয়। সেখান থেকে বিচারক মন্ডলীর রায়ে শীর্ষ দশ জনকে নিয়ে আয়োজন করা হয় চুড়ান্ত পর্ব। এতে বিচারক ছিলেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডল এবং চারুশিল্পী সোনিয়া পারভীন। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী। কিডস ক্রিয়েশান টিভি’র সিইও মিডিয়া ব্যক্তিত্ত্ব শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী ইব্রাহীম মন্ডল, বিশেষ অতিথি ছিলেন শিল্পী সোনিয়া পারভীন, মির্জা সাফায়েত জাহান পলাশ এবং জননন্দিত ক্ষুদে বক্তা সুবাহ সাফায়েত সিজদাহ। এছাড়া অংশগ্রহণকারী শিল্পী এবং অভিভাবকরাও বক্তব্য রাখেন ।
প্রধান অতিথি বলেন, আমাদের শিশুদেরকে সৃজনশীল ও দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে কিডস ক্রিয়েশান টিভি’র এই আয়োজন অতুলনীয়। তিনি সবার প্রতি কিডস ক্রিয়েশানের উদ্যোগকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে বলেন, সন্তানকে খ্যাতিমান করার চেয়ে চরিত্রবান করে গড়ে তুলার মধ্যেই পিতামাতার সাফল্য লুকিয়ে আছে।
সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ বলেন, আজকের ছোট্ট শিশুরা আগামীর বাংলাদেশ। “সুন্দর আগামীর জন্য” এই শ্লোগানকে সামনে রেখে কিডস ক্রিয়েশানের প্রতিষ্ঠা। আমাদের আয়োজনে ছোট্ট সোনামনিরা যে ছবি এঁকেছে তা এক কথায় অসাধারণ। প্রায় দুইশ ক্ষুধে আঁকিয়ের মাঝে যারা বিজয়ী হয়েছে তাদের তিনি অভিনন্দন জানান। সাথে সাথে কিডস ক্রিয়েশানের সঙ্গে থাকার আহ্বানও জানান। বিশেষ অতিথি বলেন, শিশুদের জন্য একটি আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তাহলেই তারা সঠিকভাবে বেড়ে উঠবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মোছা: আফিয়া মারইয়াম, দ্বিতীয় সিমিন হাবীব সাফা এবং তৃতীয় হয় অপূর্ব দেব দীপ। বিশেষ পুরষ্কার পায় ফাতেমা রহমান সোহা, সামিহা জামান এবং জারিন সুলতানা নুহা। বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম আহসান হাবীব খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com