সাংস্কৃতিক অঙ্গনে সুরাঙ্গন খেলাঘর আসর সময়ের সেরা দায়িত্ব পালন করছে। শিশু কিশোরদের নিয়ে সুরাঙ্গনের সাংস্কৃতিক কর্মকান্ড প্রশংসার দাবিদার। শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সুরাঙ্গন নিয়মিত সাংস্কৃতিক চর্চার যে ধারা অব্যাহত রেখেছে তা আমাদের সাংস্কৃতিক জগতে বিশেষ কৃতিত্ব বহন করছে। ৬ মার্চ চন্দ্রনাথ ধাম মহন্ত আস্তান বাড়িতে অনুষ্ঠিত সুরাঙ্গন খেলাঘর আসরের বাৎসরিক আনন্দ মেলায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। আনন্দ মেলায় সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি দেবাশিস ভট্টাচার্য এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ঋক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সদস্য বনবিহারী চক্রবর্তী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার, সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলাইমান মেহেদী হাসান, মেঘমল্লার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজিত পাল, মেঘমল্লার খেলাঘর আসরের সহ সভাপতি অমর শীল, সুরাঙ্গন খেলাঘর আসরের সহ সভাপতি পরেশ দাশ গুপ্ত ও বিজয় চন্দ্র দাশ, সুরাঙ্গন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মুন্নি সেন, খেলাঘর সংগঠক সাংবাদিক অশোক দাশ, রঞ্জন দাশ, কবি ও লেখক বাসু দেব নাথ, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এম কে মনির, উদযাপিত অনুষ্ঠানের আহব্বায়ক অমিত বড়ুয়া, সদস্য সচিব রাহুল দেবনাথ, আলো মানবিক উন্নয়ন সংগঠনের সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক গোলাম সাদেক, জনসেবা যুব কল্যাণে আমরা এর সভাপতি মো. তাহের, গরীবের বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ শিপন। আনন্দ মেলায় ছিলো শিশুদের মুখে মার্বেল, মিওজিক চেয়ার, নারীদের চেয়ার বালিশ খেলা, র্যাফেল ড্র, মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।