ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজেস্ট্রিট এর আয়োজনে মানিকগঞ্জ জেলা জজ আদালত এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মীর রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোহাম্মদ আলী হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ, যুগ্ম জেলা ও দায়রা জজ আফরোজা বেগম, যুগ্ম জেলা ও দায়রা জজ ওবায়দা খানম, সিনিয়র সহকারী জজ মোঃ ফাহিম ফয়সাল, জেলা লিগ্যাল এইড অফিসার সুর্বনা সেজুতি, সহকারী জজ, আরিফা চৌধুরী হিমেল, সহকারী জজ নওরীন ইসলাম, সহকারী জজ মোনালিসা সনি, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারভেজ আহম্মেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট, মোহাম্মদ গোলাম সারোয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শাকিল আহমদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বেগম জান্নাতুল রাফিন সুলতানা। বাঙালি জাতির জীবনে ৭ মার্চ এক ঐতিহাসিক দিন ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে লাখো জনতার সমাবেশে জাতীর উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি বিশ্বে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃত। জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ২০১৭ সালে ৩০ অক্টোবর এ ভাষনকে বিশ্ব ঐহিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়ে ইন্টারন্যাশনাল মেমোরি অব ওয়ার্ল্ড রেজিষ্টার-এ অন্ত ভুক্ত করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিনত করাই ছিল বঙ্গবন্ধুর অজীবনের লালিত স্বপ্ন। মহান এ নেতার স্বপ্ন পূরনে নিজ নিজ জায়গা থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জল রাখার প্রত্যয় এবং এই দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জনান, মানিকগঞ্জের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মীর রুহুল আমিন।