রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

সীতাকুণ্ডে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ৮ মার্চ সোমবার সকাল নয়টায় বাড়বকু-স্থ কাকলী ক্লাবে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী, পুরুষদের চোখের সমস্যা পরিক্ষা করানো হয়। সামাজিক সংগঠন গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন এর উদ্যোগে ও সীতাকু- চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি (চক্ষু) বিভাগের চিকিৎসক ডা. মোঃ রাইহান শাকিল, এম বি বি এসময় ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও দৈনিক ইনফো বাংলার সহ সম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া, কাকলী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম ও এইচ কাইয়ুম, বর্তমান সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ, অর্থ সম্পাদক জাকারিয়া মাহমুদ, পৃষ্ঠপোষক সদস্য মোঃ শাহিনুল আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, নাট্য সম্পাদক আকবর হোসেন জসীম, দাতা সদস্য মোঃ নাছির উদ্দিন, কার্যকরী সদস্য জেসমিন আক্তার, কার্যকারী সদস্য জামসেদ রহমান, ডিডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াস ভূঁইয়া। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন জনসেবা যুব কল্যাণে আমরা এর সভাপতি পাগলের বন্ধু আবু তাহের, সদস্য আমজাদ হোসেন, গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মজুমদার, সদস্য টিপু, নারী বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকে। এসময় জনসেবা ও গরীবের বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তাহের বলেন, আমাদের সংগঠন গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে নিয়মিত। সাধ্যমত আমরা মানুষের সেবা করার চেষ্টা করছি, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, মানসিক ভারসাম্যহীন মানুষদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সামর্থহীন মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। এসময় তিনি সমাজের বিত্তবান, দানশীল ও সমাজসেবক ব্যক্তিদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহব্বান জানান। চক্ষু চিকিৎসা ক্যাম্পে এলাকার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com