এই মুহূর্তে নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। গত শুক্রবার দাসপুরের ভূতা হাটতলা ময়দানে দাসপুরের তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়ার সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি। সেই প্রচার সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন বসিরহাটের সাংসদ। সেখানে সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন নুসরাত। তিনি জানতে চান, “যে মুখ্যমন্ত্রীর আমলে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত সেই মহিলাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন না আপনারা?” এমন প্রশ্নের উত্তরে দর্শকাসনে বসা মহিলারা হাত তুলে সমস্বরে জানিয়ে দিলেন ‘হ্যাঁ, চাই’।
এদিন বক্তৃতায় রাজ্যে নারী সুরক্ষার উপর জোর দেন নুসরাত। তিনি বলেন, “গত ১০ বছরে আমাদের রাজ্যে দিদির মুখ্যমন্ত্রীত্বে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। যা বিজেপি শাসিত রাজ্যে কল্পনার বাইরে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা মোটেই সুরক্ষিত নয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরপ্রদেশের হাথরসে।”
এরপরই ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘সবুজসাথী’ প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, “নারীদের জন্য এমন প্রকল্প দেশের অন্য কোনও রাজ্যে নেই। এর ফলে আমাদের রাজ্যে মেয়েদের কম বয়সে বিয়ের প্রবণতা অনেক কমেছে। বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। ওরা মহিলাদের সম্মান দিতে জানে না। ওদের কথায় মোটেই বিশ্বাস করবেন না। ওরা মহিলাদের কটুক্তি করে। এমনকী আমাকেও বাদ দেয় না।”