বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের এতিহ্যবাহী আঃ মান্নান দরবেশের খানকা শরীফের খানে আজম খানজাহান আলীর (রহঃ) এর স্মরণে বাৎসরিক উরশ মোবারক অনুষ্ঠিত। ৩ দিন ব্যভপি বাৎসরিক উরশ মাহফিলে ১ম দিন কোরআন খতম ও দোয়া মোনাজাত ২য় দিন ইসলামিক জলসা সহ বয়ান, ৩য় দিন গোপালগঞ্জ জেলা থেকে আগত বাউল শিল্পী আমোদ আলী ও সুমি দুজনেই আসর মাতিয়ে তোলে। উক্ত অনুষ্ঠানে খাজা বাবার ভক্ত বৃন্দসহ উপস্থিত ছিলেন খানকা শরীফের সভাপতি মোঃ সোবহান আকন, সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ মিঠু, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শাহ আলম, মোঃ আলমগীর সরদার, মোঃ ফারুক সরদার, আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ সাইফুল মৃধা, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন দাড়িয়া, ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, আনিচ সেরনিয়াবাত, ইলিয়াস শরীফ, নতুন আলো যুব সংঘের সভাপতি মঞ্জুর আলম লিটন প্রমুখ। এছাড়াও রাতভর ইসলামিক গান পরিবেশন করেন বাগধা ইউপি সদস্য ইউনুস বক্তিয়ার, মোঃ শাহ আলম, সফিক দেওয়ান প্রমুখ। খানকা শরীফের আঃ মান্নান দরবেশ জানান বাবা খানে আজম খানজাহান আলীর স্মরণে দীর্ঘদিন যাবৎ আমার নিজ এলাকায় আমি খানজাহান আলী স্মরণে অনুষ্ঠান করে থাকি। কিন্তু পরের জনমে খানকা শরীফের খাদেম, মোঃ বশির আহম্মেদ, মোঃ আবুল হোসেন, মোঃ হাবিবুর রহমান জানান যে, দীর্ঘদিন যাবৎ আমার বাবা আঃ মান্নান দরবেশ খানে আজম খাজা খানজাহান আলী (রঃ) উরশ মোবারক উদযাপন করে আসছি। এরই ধারাবাহিকতায় বর্তমানে মহামারী করোনা ভাইরাসের দিক লক্ষে রেখে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করে থাকি। তবে প্রতি বছরের ন্যায় মহামারীর দিক লক্ষ্য রেখেও অনুষ্ঠন সুষ্ঠ ও সুন্দর ভাবে সভা শেষ হয়েছে।