বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। অনেকেই ইতোমধ্যে এই টিকা গ্রহণ করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ডা. রোচেলে পি. ওয়ালেনস্কি মন্তব্য করেন, টিকা নেওয়া ব্যক্তি করোনা আক্রান্ত হবেন না এবং তাদের মাধ্যমে এই ভাইরাস ছড়াবেও না। যদিও শেষ পর্যন্ত এই বক্তব্য থেকে সরে এসেছে সংস্থাটি। এর আগে এই সংস্থার পক্ষ থেকে টিকা গ্রহণকারীদের বেশ কয়েকটি গাইডলাইন দেওয়া হয়। এর মধ্যে রয়েছেÍ মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি। সিডিসি’র একজন মুখপাত্র বলেন, ‘সাক্ষাৎকারে ডা. ওয়ালেনস্কি একটু বাড়িয়ে বলেছেন। পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিরাও কোভিড-১৯ আক্রান্ত হতে পারেন। তবে তাদের মাধ্যমে এই ভাইরাস ছড়াবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আমরা এ বিষয়ে প্রমাণ বের করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছি।’
ইউনিভার্সিটি অব পিটসবার্গের সেন্টার ফর ভ্যাকসিন রিসার্চ বিভাগের পরিচালক পল ডুপ্রেক্স বলেন, ‘টিকা নেওয়া ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবে এক মুহূর্তের জন্যও ভাবা যাবে না যে, তারা আক্রান্ত হবেন না।’
এর আগে এক টিভি সাক্ষাৎকারে ডা. ওয়ালেনস্কি সিডিসি’র এক পরিসংখ্যান প্রকাশ করে জানান, মডার্না ও ফাইজার-বায়োএনটেকের এক ডোজ টিকা করোনাভাইরাস প্রতিরোধে ৮০ শতাংশ ও দুই ডোজের পর ৯০ শতাংশ কার্যকরী। তিনি বলেন, ‘সিডিসি থেকে নেওয়া আমাদের তথ্য থেকে জানা যায়, টিকা নেওয়া ব্যক্তি এই ভাইরাস বহন করেন না এবং আক্রান্তও হয় না। এটি শুধু ক্লিনিক্ল্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত নয়, বাস্তবেও এমনটাই ঘটে।’ তবে টিকা নেওয়া ব্যক্তিদেরকেও মাস্ক ব্যবহার ও অন্যান্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কের ওর্নেল মেডিসিনের ভাইরোলোজিস্ট জন মুর বলেন, ‘যদি ডা. ওয়ালেনস্কি বলে থাকেন বেশি সংখ্যক টিকা নেওয়া ব্যক্তি ভাইরাস বহন করেন না, তাহলে আমাদের এই বিষয়ে আলোচনার প্রয়োজন হতো না। আমরা যেটি জানি তা হলো, সংক্রমণ প্রতিরোধে টিকা খুবই কার্যকরী। এ বিষয়ে অনেক তথ্য-উপাত্ত রয়েছে। কিন্তু কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয়।’