জামালপুরে স্কুলের জমি অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষিবিদ হাতেম আলী, অভিভাবক আকবর আলী, সনেট সরদার, শরিফ আহাম্মেদ, বাবু মিয়া ও রিপন মাহমুদ।এ সময় বক্তারা অভিযোগ করেন, পশ্চিম রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম আহাম্মেদ স্কুল মাঠের ৬ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। স্থানীয়রা স্থাপনা নির্মাণে বাঁধা দিলেও প্রভাবশালী শামিম আহাম্মেদজোরপূর্বক কাজ চালিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল মাঠের জমি দখল হয়ে যাওয়ায় শিশুদের মেধাবিকাশ বাঁধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্কুলের সৌন্দর্য নষ্ট হবে। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার এবং ভূমিদস্যুদের শাস্তির দাবি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।