চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সবাই ভোটার সবাই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গোপন ব্যালটে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আবদুল আউয়াল জনি সভাপতি এবং দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজউদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে লোহাগাড়া প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে ইব্রাহিম খলীল (গণকন্ঠ), সহ সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী (দিনকাল), সাংগঠনিক সম্পাদক পদে এম হোসাইন মেহেদী (সময়ের আলো) ও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ রিদুয়ানুল হক (ভোরের ডাক), দপ্তর সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আজকের সুর্যোদয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহজাদা মিনহাজ (ঢাকা টাইমস), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাইছার হামিদ তুষার (বাংলাদেশ টুডে), কার্যনির্বাহী সদস্য পদে কায়সার হামিদ (বীর কন্ঠ), এম এম আহমেদ মনির (দৈনিক পূর্বকোণ), এম সাইফুল্লাহ চৌধুরী (দৈনিক কর্ণফুলী), সদস্য পদে কাইছার ইকবাল চৌধুরী (ইনফো বাংলা), রাসেল মাহমুদ (দৈনিক অগ্রসর), মুহাম্মদ অহিদুল ইসলাম (ভোরের পাতা), মিরদাদ হোসেন (দেশের কন্ঠ) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা বি আরডিবির চেয়ারম্যান ও সমাজকল্যাণ পরিষদের সদস্য সমাজকর্মী আরমান বাবু রোমেল, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক রেজাউল করিম। নির্বাচিতরা সাংবাদিকদের কল্যানে সকল অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত ভাবে রুখে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।