ইরানে আন্তর্জাতিক ‘ইমাম রেজা কাপ অ্যাথলেটিক’ প্রতিযোগিতায় খেলতে গিয়ে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল আহত হয়েছেন। তবে স্প্রিন্ট করতে গিয়ে নয়, আহত হয়েছেন দীর্ঘলম্ফে (লংজাম্প) অংশ নিতে গিয়ে তিনি। ইরানের মাসাদ শহরে সোমবার শেষ হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে নিয়েছেন ইসমাইল, আল-আমিন ও মাহফুজুর রহমান। শেষ দিনে লংজাম্পে ইসমাইল ও আল আমিনের অংশ নেয়ার কথা ছিল। তবে প্রথম লাফেই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ইসমাইলের। আল আমিন ৬.৯৯ মিটার লাফিয়ে ১২ জনের মধ্যে নবম হয়েছেন।এর আগে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল অষ্টম হয়েছেন ১০.৯১ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টে স্বর্ণপদক লাভ করেছেন ইরাকের স্প্রিন্টার হোসেন আলী আল খাফাজি ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে। হাইজাম্প ইভেন্টে মাহফুজুর রহমান ২.০৫ মিটার উচ্চতায় লাফিয়ে দশ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।
শেষ দিনে লং জাম্প ইভেন্টে ইসমাইল ও আল আমিন দুজন অ্যাথলেটেরই অংশ নেয়ার কথা ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রথম লাফেই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ইসমাইলের। আল আমিন ৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করে লাফিয়ে ১২ জন এ্যাথলেটদের মধ্যে নবম স্থান অর্জন করতে সক্ষম হন। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) অ্যাথলেটিক দলের দেশে ফেরার কথা রয়েছে।