দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুললে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ডিএনসিসির মোবাইল কোর্ট।’ গতকাল রবিবার (২৫ এপ্রিল) হাতিরঝিলে মহানগর আর্মি ক্যাম্পে হাতিরঝিল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে করণীয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘খোলা থাকা দোকানে আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে। অভিযানে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখতে পান দোকনাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেটরা। যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখা হয়, প্রয়োজনে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি তাকে জেল-জরিমানাও করা হবে।’
তিনি বলেন, ‘আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই। আমাদের শর্তই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে হবে। না হলে আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা তা করবো।’ সভায় উপস্থিত ছিলেন– ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেনসহ হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ। যা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। এ বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলছে। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা খোলা থাকবে দোকানপাট ও শপিংমল। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।