সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ ধ্বংস করে রেস্টুরেন্ট নির্মাণ বন্ধ করা এবং বৃক্ষনিধনের সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস। গতকাল শুক্রবার (৭ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মানববন্ধন থেকে এ সব দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের অন্য দাবিগুলো হচ্ছে—সোহরাওয়ার্দী উদ্যানকে বৃক্ষময় করে গড়ে তুলতে হবে; উদ্যানের পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে; সোহরাওয়ার্দী উদ্যানের জন্য একটি দক্ষ, আন্তরিক, গণমুখী রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এবং উদ্যানটি সর্বসাধারণের জন্য সব সময় উন্মুক্ত রাখতে হবে। একইসঙ্গে মাঠের অখ-তা, নিরাপত্তা, চেতনাগত গাম্ভীর্য ও পবিত্রতা নিশ্চিত করতে হবে।