খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় উপজেলা আনসার ভি ডি পি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা এলাকার অভাব গ্রস্থ সংশ্লিষ্ট ৫০টি সদস্য পরিবারের মাঝে খাদ্য শস্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯মে রবিবার মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ প্রাঙ্গঁনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনা করেন মহালছড়ি উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিন আফরোজ ভূঁইয়া। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব জনিত কারণে চট্টগ্রাম রেঞ্জাধীন মহালছড়ি উপজেলার আনসার ভি ডি পি সদস্য-সদস্যাদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে এসব ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন মহালছড়ি উপজেলায় বিতরণকৃত খাদ্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ। মহালছড়ি উপজেলা আনসার ভি ডি পি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা আনসার ভি ডি পি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশিক্ষীকা মোছা: শাহীনার সার্বিক তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ কালে আরোও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে কর্মরত সদস্য-সদস্যাবৃন্দ।