বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। ২০১৯ সালে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। ফলে নিষেধাজ্ঞা দাঁড়ায় ১ বছরের। যার ৬ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আর ছয় মাস পরই মাঠে ফিরতে পারবেন এই অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা শেষে সাকিব সরাসরি জাতীয় দলে ফিরবেন বলে আশাবাদী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে তিনি সাকিবকে দলে চাইবেন বলে জানিয়েছেন তামিম। তামিমের মতে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমান অবদান রেখে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যান তিনি, তাতে এ বিষয়ে কোন সন্দেহ নেই তামিমের।
বুধবার রাতে এ কথা জানিয়েছেন তামিম। দেশের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ফেসবুক লাইভে করোনা পরিস্থিতিসহ নানান বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানে প্রসঙ্গক্রমে চলে আসে সেরা ক্রিকেটার বিষয়ক আলোচনা।
তিনি বলেন,‘সে বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং পারফর্মার আমার কাছে মনে হয়। কাউকে অসম্মান করে বলছি না। তবে আমার চোখে সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।’
তখন সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেন, ‘সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড় যে কেউ নিজের দলে চাইবে। যেকোন অধিনায়ক তাকে দলে রাখতে চাইবে। এখনও অনেক সময় বাকি আছে। অক্টোবর এখনও দূরে আছে। সাকিবের নিষেধাজ্ঞা যখন শেষ হয়ে আসবে আমি নিশ্চিত তখন এমন কোন অধিনায়ক থাকবে না যে বলবে তাকে আমার দরকার নেই।’
এমআর