ঢাকার ধামরাইয়ে পৌরসভার পাঠানটোলা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ীর ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরের ভিতরে থাকা ১৫দিনের একটি নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৭মে) দিনগত রাত ৩টার সময় ধামরাই পৌরশহরের পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তার সাথে গেদু মিয়ার বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই সময় ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসি সুত্রে জানাযায়, ধামরাই পৌরসভার পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তার উত্তওে গেদুমিয়ার বাড়ীতে রাত ৩টার সময় রান্না ঘর থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মূহূর্তের মধ্যে একে একে ৫টি ঘরের ভিতরে থাকা ফ্রিজ, টিভি, সেলাই মেশিনসহ ঘরের সকল আসবাব পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরের ভিতর থেকে অক্ষত অবস্থায় ১৫দিনের একটি নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে দুইটি ইউনিট প্রায়এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়তন্ত্রে আনার চেষ্টা করে। কিন্তু বৈদ্যুতিক শটসার্কিটের কাছে একটি গ্যাসের বতলের মুখ খোলে গ্যাস বের হলে আগুন নিয়তন্ত্রে আনা কষ্ট হয়। যার কারণে একে একে প্রত্যেকটি ঘর ধাউ ধাউ করে জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের আরেকটিকে খবর দিয়ে এনে অনেক চেষ্টা করে আগুন নিয়তন্ত্রে সক্ষম হয়। এই অগ্নিকান্ডে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক আবস্থায় ধারণা করা হচ্ছে। তবে এই দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ সামিউল হক ও ধামরাই পৌর আওয়ামী-লীগের এবং পৌসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক গেদু মিয়াকে সরকারী দুরর্যোগ ব্যবস্থপনা থেকে একটি ঘর করে দেওয়া আশ্বাস জানান নির্বাহী অফিসার (ইউএনও)। ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিককে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির ব্যাক্তিগত উদ্যোগে ১৫হাজার নগদ টাকা ও পরিবারের মধ্যে খাবার দিয়ে সহযোগিতা বরেছেন। এছাড়া সরকারী ভাবে সহযোগিতার কথা ও বলেন।