করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কিছুদিন আগে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। এই ব্যাট দিয়েই ২০১৯ বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। এবার তার দেখানো পথে নিজের সেরা অর্জনের দুই স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী।
আজ নিজের নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন দেশের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা জেতা দলের অধিনায়ক। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তিনি যে জার্সি পরে খেলেছেন এবং যে ব্যাটিং গ্ল্যাভস পরে ওই ম্যাচে ব্যাট করেছেন সেগুলো নিলামে তুলবেন। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি।
ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ৭৭ বলে অপরাজিত ৪৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। একই সাথে লাল-সুবজের দেশটাকে গৌরবের উপলক্ষ এনে দেন।
করোনা যুদ্ধে সামিল হওয়া নিয়ে আকবর বলেন, ‘আমি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ব্যবহৃত জার্সি-গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি। করোনাকালে সংকটময় অবস্থায় দিন কাটাচ্ছে দেশের অসহায় মানুষজন। আমার জার্সি-গ্লাভস থেকে প্রাপ্ত অর্থের দ্বারা ক’জন দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই, তাতে যদি কিছু মানুষ উপকৃত হয়।’
নিলাম প্রক্রিয়ার পুরোটাই অনলাইন নির্ভর। তবে ঠিক নিলাম সংঘটন ও জার্সি-গ্লাভসের ভিত্তিমূল্যের বিষয়ে এখনই কিছু বলেননি আকবর। সংবাদমাধ্যমকে বলেন, ‘নিলাম প্রক্রিয়াটা মূলত অনলাইন নির্ভর। আর ভিত্তিমূল্য এখনই নির্ধারণ করিনি। বিষয়গুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তবে আমি সে ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেব।’
এমআর