মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

ঘোড়াঘাটে গণেশ মূর্তিসহ প্রতারণা চক্রের দুই সদস্য আটক

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার কথিত দুই জিনের বাদশা কে সোর্পদ করেছে এলাকাবাসী। (১৯ এপ্রিল) বুধবার দুই প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসি। প্রতারণার স্বীকার ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর দীঘিপাড়া গ্রামের দেলোয়ারা বেগম একটি মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, আঃ রহিমের ছেলে হুমায়ুন কবির(৩৮), রফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন(৩২), শামসুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন(৪২) পালাতক । উভয়ে ঘোড়াঘাটের কালিন জিরা-ওহিউড়া গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানাযায়, গত আনুমানিক দুই মাস পূর্বে আসামি হুমায়ুন কবির বাদিকে তার নিজ বাড়িতে এসে তার কাছে থাকা একটি সোনালি রং এর গণেশ মূর্তি দেখায়।আসামি হুমায়ুন কবির তাকে প্রতারনামূলক ভাবে বুঝাতে সক্ষম হয় যে এই মূর্তিটির দাম (এককোটি) টাকা হবে বলে এই মুহূর্তে বাদির কাছে মূর্তিটি রেখে তাকে (তিনলক্ষ) টাকা দিতে বলে। ১ মাসের মধ্যে বিক্রি করে তার টাকা ফেরৎ দিয়ে দিবে, পরে বুঝতে না পেরে তার কথা মত সরল বিশ্বাসে কয়েক জনের সামনে গত ২৫ মার্চ সকালে বাদি তার নিজ বাড়িতে আসামি হুমায়ুন কে (তিনলক্ষ) টাকা বুঝিয়ে দেয় এবং বিশ্বাস স্থাপনে জন্য মূর্তিটি বাদির কাছে রেখে দেয়। এই ঘটনা কাউকে না জানানোর জন্য নিষেধ করে। পরবর্তীতে এক মাস হওয়ার আগেই অন্য লোক কে দেখানোর কথা বলে আসামি হুমায়ুন বাদির কাছে থেকে মূর্তিটি নিয়ে যায়। এক মাস সময়সীমা অতিক্রম হবার পর আসামির কাছে টাকা চাইলে আসামি আরও পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং বিভিন্ন তাল বাহানা দেখায়। তাল বাহানার এক পর্যায়ে বাদিকে জীবন শেষ করে দেওয়ার হুমকিও দেয়। ঘোড়াঘাট বলাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের সামনে বাদির দেওয়া টাকা ফেরত চাইলে আসামিরা দিতে অপারগতা প্রকাশ করে এবং থানা পুলিশ কে খবর দিলে এএসআই সরোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির লুঙ্গীর কোচে প্যাচানো পেষ্ট কালার শপিং ব্যাগের মধ্যে পেচানো অবস্থায় ৫.৫ ইঞ্চি পিতলের তৈরী ভিতরে শিষা ভর্তি ৯০০ গ্রাম ওজনের গণেশ মূর্তি সহ আসামিদ্বয় কে আটক করে থানায় নিয়ে আসে। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে জানান, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে এই চক্রটি র্দীঘদিন ধরে এলাকার ও এলাকার বাহিরের মানুষদের নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com