প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে হেনন্থা, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি চৌরাস্তার মোড়ে বৃহস্পতিবার সকালে চিলাহাটি প্রেসকাব কর্তৃক আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক যুগের আলোর প্রতিনিধি সাংবাদিক এ.আই.পলাশ, যুগান্তরের ডোমার উপজেলা প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, নয়া দিগন্তর ডোমার উপজেলা প্রতিনিধি তোজাম্মেল হোসেন মঞ্জু, খবরপত্রের চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজল, মাহাবুবুল হক ওহাবুল, চিলাহাটি ওয়েবের সম্পাদক আপেল বসুনিয়া, নীলকথার প্রতিনিধি রবিউল ইসলাম, চাঁদনিবাজার প্রতিনিধি জুয়েল বসুনিয়া ও প্রথম খবরের চিলাহাটি প্রতিনিধি রুহানা ইসলাম ইভা। বক্তারা বলেন,“এভাবে আর কত সাংবাদিকদের হেনস্তা করা হবে। দেশের সকল স্তরের মানুষদের কাছে দেশের ভাল-মন্দের খবর পৌছে দেওয়ার কাজটি সাংবাদিকদের। আর যখন সেই কাজটি দূর্নীতিবাজদের বিরুদ্ধে করা হয়, তখন শত শত সাংবাদিকদের হেনস্তা হতে হয় শুধুমাত্র সঠিক তথ্য জনগনের সামনে তুলে ধরার কারনে। আর আজ প্রথম আলোর প্রবীণ নারী সাংবাদিক রোজিনা ইসলামকে তার সততার পরিচয় দেওয়ার জন্য দূর্নীতিবাজদের হাতে হেনস্ত হতে হয়েছে। কিš’, তবুও নিজের সততার উপর দাগ লাগতে দেয়নি। তাই তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আজ আমরা একত্রিত হয়েছি”।