সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

লিচু চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনার ঈশ্বরদীতে এবার লিচু আবাদে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। শুরুতে মাত্র ২০ ভাগ গাছে মুকুলের দেখা মিলেছিল। সে ২০ ভাগ গাছের লিচুও বৈরী আবহাওয়া এবং প্রচ- তাপদাহে, ঝরে ১০ ভাগে নেমে এসেছে। এমন বিপর্যয়ের মুখে এ অঞ্চলের লিচুচাষিদের কখনো পড়তে হয়নি। ফলে এবার লিচুর বাগান মালিক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার গাছে মুকুল আসেনি। সামান্য কিছু গাছে মুকুল এলেও প্রচ- তাপদাহে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিন হাজার ১৫০ হেক্টর জমিতে লিচুগাছ রয়েছে দুই লাখ ৮৩ হাজার ৫০০টি। বিঘাপ্রতি ২০টি থেকে ১৫টি গাছ অর্থাৎ এক একর জমিতে ৪২টি, এক হেক্টর জমিতে ৯০টি গাছ হয়। এসব এলাকায় লিচু আবাদ করা কৃষকের সংখ্যা ৯ হাজার ৬২০ জন। বাণিজ্যিক আকারে বাগান দুই হাজার ৬০০ হেক্টর জমিতে। বিচ্ছিন্নভাবে বসতবাড়িতে আবাদ রয়েছে ৫৫০ হেক্টর। ফলন্ত আবাদি জমির পরিমাণ দুই হাজার ৮৩৫ হেক্টর জমি। লিচু উৎপাদন জমির পরিমাণ দুই হাজার ৮৩৫ হেক্টর। অফলন গাছ রয়েছে ৫৫ হাজার ৫৫০টি।
ঈশ্বরদী উপজেলার ছলিমপুর, মানিকনগর, জয়নগর, মিরকামারি, আওতাপাড়া, বাঁশেরবাধা, সদর উপজেলার চকউগ্রগড়, জোয়ারদহ, হামিদপুর, জয়কৃষ্ণপুর, উগ্রগড়, মৌগ্রাম, আটঘরিয়া উপজেলার গোপালপুর, ত্রিমোহন, পরানপুর, হিদাশকোল, চাচকিয়া, ষাটগাছা, ডেঙ্গারগ্রামসহ বিভিন্ন গ্রামে ঢুকলেই চোখে পড়বে সারিসারি এমন লিচুর বাগান। সারা দেশের লিচুর চাহিদার একটি বড় জোগান আসে এসব গ্রাম থেকে।
সাধারণত বছরে পাঁচ থেকে ৬০০ কোটি টাকার লিচু বিক্রি হয় এই উপজেলা থেকে। প্রতি বছর লিচুর বাম্পার ফলন হলেও এবার দেখা দিয়েছে বিপরীত চিত্র। এবার ১০ ভাগের এক ভাগ লিচুও উৎপাদন হচ্ছে না। ফলে এই এলাকার লিচু চাষি এবং ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ঈশ্বরদী আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, এবার লিচুর ভরা মৌসুমে প্রায় প্রতিদিন বেলা ১১টা বাজতে না বাজতেই ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি অতিক্রম করে, দুপুর নাগাদ ৩৬ থেকে ৩৮-৪০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করেছে। এই আবহাওয়া লিচুর জন্য প্রতিকূল বলে বিবেচিত। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কাক্সিক্ষত মুকুল আসেনি। যাও বা এসেছে বৈরী আবহাওয়ার কারণে তাও ঝরে পড়েছে। আওতাপাড়া লিচুচাষি আব্দুল গফুর জানান, তার ২০ বিঘার ওপরে একটি লিচু বাগান আছে। প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ টাকার লিচু বিক্রি করেন তিনি। কিন্তু এ বছর তার বিঘা দুই জমিতে লিচু এসেছে। তাও প্রচ- খরায় ঝরে পড়েছে। এ বছর তিনি সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন। ফলে এ মৌসুমে তার বাগান পরিচর্যার টাকাও উঠবে না। ঈশ্বরদীর ছলিমপুরের লিচুচাষি শামসুল বলেন, তার ৫০ বিঘার ওপর লিচু বাগান। অথচ এবার তার আত্মীয়স্বজনকে দেয়ার মতো লিচুও গাছে আসেনি। ঢাকার পাইকারি লিচু ব্যবসায়ী মহিরুল ইসলাম জানান, প্রতি বছর মে মাসের মাঝামাঝিতে ট্রাক ট্রাক লিচু তিনি ক্রয় করতেন। কিন্তু এ বছর তার ব্যবসায় চরম মন্দা। বাগানে লিচু নেই। হাটেও লিচুর দেখা মিলছে না। যা মিলছে তাও অনেক দামে। এ ব্যাপারে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, সাধারণত জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে বোম্বাই লিচু গাছে মুকুল আসে। কিন্তু এবারে মধ্য জানুয়ারি থেকে হঠাৎ করে শীতের প্রকোপ কমে যাওয়ায় মুকুল কম অঙ্কুরিত এবং বেশি পরিমাণ পাতা গজিয়েছে। ফলে লিচুগাছে কম ধরেছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে কাঙ্ক্ষিত মুকুল আসেনি। এটি প্রাকৃতিক কারণ। এখানে কৃষক বা কৃষি বিভাগের কিছু করার নেই। এ বছর ঈশ্বরদীতে প্রায় তিন হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। কিন্তু ফলন হয়েছে সে তুলনায় অনেক কম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com