চকরিয়া উপজেলার ডুলাহাজারা নাসির সড়ক কেটে অবৈধ বালুর ডিপু করে সড়কের অংশ জবর দখলের অভিযোগ উঠেছে। খুলে নেয়া হয়েছে সড়কের ইটও। ফলে মৃত্যু ঝুঁকি নিয়ে ক্রস হচ্ছে শত শত যানবাহন। দখল করা অংশটি উদ্ধার করার আবেদন জানিয়েছেন ড্রাইভার ও সচেতন মহল। জানাযায়, চকরিয়ার সাথে পার্বত্য ফাসিয়াখালীর যোগাযোগের একমাত্র মাধ্যম ডুলাহাজারা নাছির সড়ক। পার্বত্য জনপদের যাত্রীবাহী গাড়ী ছাড়াও পার্বত্য লামার উৎপাদিত কৃষিপণ্য, ইটভাটার ইট, পাহাড়ী পাথর ও বালির ট্রাক সহ দৈনিক দুই হাজারের অধিক ট্রাক-মিনি ট্রাক চলাচল করে এ সড়কে। জনগুরুত্বপুর্ন এ সড়কটির গুরুত্বপুর্ণ রংমহল এলাকায সড়কের বাঁক কেটে ইট খুলে দখলে নিয়ে বালুর ডিপু করেছে রমজান আলী। ফলে গাড়ী চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি সহ দুর্ঘটনা প্রবণ স্পটে পরিণত হয়েছে। পথচারী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, নাছির সড়কের ডুলাহাজারা রংমহল ৯নং ওয়ার্ড অংশে রমজান আলী(৩৫) নামের জনৈক অবৈধ বালু ব্যবসায়ী প্রধান সড়কের দক্ষিণ পার্শ্বের পানির চলাচলের নালার মুখে সড়ক কেটে গড়ে তুলেছে বিশাল বালুর ডিপু। নাসির সড়কের জমি দাতা মরহুম খাদেম নাসিরের সুযোগ্য কন্যা ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা নুর নিয়াজ বেগম পৃত্থি জানান, ডুলাহাজারার নাসির সড়কটি তার পিতা খাদেম নাসিরের দানের জমির উপর নির্মান করেছিলেন। ওই সময় ৩০ ফুটের সড়ক ছিল। স্থানীয় রংমহল ৯নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের পুত্র অবৈধ বালু সন্ত্রাসী রমজান আলী(৩৫) একজন চিহ্নিত দাগী আসামী। জননিরাপত্তা ও সন্ত্রাস, ও দখল-বেদখল সংক্রান্ত দেড় ডজন মামলার আসামী। রমজান সহ কয়েকজন সন্ত্রাসী সড়কটি কেটে দখলে নিয়ে বালুর স্তুপ করায় অর্ধেকে চলে এসেছে সড়কের পরিধি, বন্ধ হয়ে পড়েছে নালাও। তিনি আরো জানান, এ সন্ত্রাসী তার দখল অক্ষুন্ন রাখতে এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে জনৈক বখাটের পেজবুকে মিথ্যা তথ্য পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যম পেজবুকে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। সড়কটি রক্ষায় তিনি এলজিইডি সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বেলাল উদ্দিন নামের জনৈক ট্রাক চালক বলেন, রাস্তাটি ৩০ ফুটের ও বেশী প্রসস্ত ছিল। রমজান আলীর বালুর ডিপু’র কারনে সড়কটি ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।