সারা দেশ ব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ খেলার মাঠে বালক ও বালিকা গ্রুপের মাঝে চূড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চ্যাম্পিয়ন ট্রফি সহ খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষ অফিসার, প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ নেয়। শিশু শিক্ষার্থীদের চূড়ান্ত খেলায় ক্রীড়ামোদী শিক্ষার্থী সহ দর্শকবৃন্দ ভিড় জমায়।