গত রোববার স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে বোহানউদ্দিনের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি। স্থানীয় সূত্রে জানা যায়, গয়নাঘাটা সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে অতর্কিত হামলা চালায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয় পৌর ছাত্রদলের সদস্য সচিব মনোয়ার হোসেন টিপু, পৌর যুবদল নেতা রাজীব হাওলাদারসহ স্থানীয় বিএনপির আরো নেতাকর্মী। উপজেলা বিনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সরোয়ার আলম খান বলেন, আমাদের মিলাদ মাহফিলে পৌর-বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর, উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির সেলিম সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলো, আমরা মিলাদ মাহফিল শেষ করে সবাইকে বাড়ি পাঠিয়ে দেই, কিন্তু কিছুক্ষন পর জানতে পারি পথিমধ্যে ছাত্রলীগের হামলায় আমাদের অনেক নেতা কর্মী আহত হয়। আমরা আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার জানায়, আমরা মিলাদ মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে কিছু ছাত্রলীগ নেতাকর্মী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সামনে আসে কিছু বুঝে উঠার আগেই আমাদের উপর হামলা চালায়। এতে পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মনোয়ার হোসেন টিপু, পৌরসভা যুবদল নেতা রাজিব হাওলাদার সহ অনেকে আহত হয়।