উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছেন সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিএস জানিয়েছে, মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ওয়ামালাকে আহত অবস্থায় দেখা যায়। ছবিতে তার পরনে থাকা পোশাকে রক্ত ও গাড়িতে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে।
উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো বলেন, তার (ওয়ামালা) ওপর গুলি চালিয়েছেৃ তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িচালক মারা গেছেন।
এনবিএসের খবরে বলা হয়েছে, হামলার সময় উগান্ডান মন্ত্রীর মেয়েও গাড়ির ভেতর ছিলেন। গুলিতে তিনিও প্রাণ হারিয়েছেন।
পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উদ্দেশ্য নিশ্চিত না হওয়ায় এ নিয়ে নানা জল্পনা চালু রয়েছে। এসব ঘটনার প্রায় প্রতিটিতেই হামলাকারীরা মোটারসাইকেলে এসে গুলি চালিয়েছে।
ওয়ামালার ওপর যে শহরতলিতে হামলা হয়েছে, সেই একই এলাকায় ২০১৭ সালে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। এ হামলায় তার দেহরক্ষী ও গাড়িচালকও প্রাণ হারান।
সূত্র: রয়টার্স