মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

উগান্ডায় মন্ত্রীর গাড়িতে গুলি, মেয়ে-গাড়িচালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১

উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছেন সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিএস জানিয়েছে, মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ওয়ামালাকে আহত অবস্থায় দেখা যায়। ছবিতে তার পরনে থাকা পোশাকে রক্ত ও গাড়িতে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে।
উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো বলেন, তার (ওয়ামালা) ওপর গুলি চালিয়েছেৃ তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িচালক মারা গেছেন।
এনবিএসের খবরে বলা হয়েছে, হামলার সময় উগান্ডান মন্ত্রীর মেয়েও গাড়ির ভেতর ছিলেন। গুলিতে তিনিও প্রাণ হারিয়েছেন।
পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উদ্দেশ্য নিশ্চিত না হওয়ায় এ নিয়ে নানা জল্পনা চালু রয়েছে। এসব ঘটনার প্রায় প্রতিটিতেই হামলাকারীরা মোটারসাইকেলে এসে গুলি চালিয়েছে।
ওয়ামালার ওপর যে শহরতলিতে হামলা হয়েছে, সেই একই এলাকায় ২০১৭ সালে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। এ হামলায় তার দেহরক্ষী ও গাড়িচালকও প্রাণ হারান।
সূত্র: রয়টার্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com