রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ প্রমুখ। এ বছর কিশোরগঞ্জে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৬ হাজার ৬৬১ শিশুকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৬ হাজার ৭৯৯ জন দায়িত্ব পালন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com