করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে অন্তত ৪০৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃত্যুবরণ করেছেন। শুক্রবার পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২১৭ বাংলাদেশির। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯৬ বাংলাদেশি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার প্রকোপ বেশি। আবার সেখানে বাংলাদেশি নাগরিকরাও বেশি। সে কারণে এই দুই দেশেই বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হচ্ছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনাভাইরাসে আক্রান্ত হন। সেখানে এই পর্যন্ত প্রায় ৪ হাজার বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সেখানে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এমআর