রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান সাভারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সহযোগিতা চাই -জয়নাল আবেদীন আন্দোলনে আহত আলাউদ্দিন পাননি কোনো সহযোগিতা, মাথায় বয়ে বেড়াচ্ছেন গুলি ৩৮ প্রজাতির ৭ হাজার ৮৭০টি পাখির দেখা মিলেছে জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন দুপচাঁচিয়া শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহীন স্কুল বগুড়া শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

মাধবদীতে গাঁজা সহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল আমিন মাধবদী (নরসিংদী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

কোন ভাবেই মাদকের ছোবল থেকে রক্ষা করা যাচ্ছেনা মাধবদীর যুব সমাজকে। দু’কেজি গাঁজা সহ দু’যুবক মাদক ব্যবসায়ীকে গতকাল ১০ জুন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার পাঁচদোনা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মাধবদী থানা পুলিশ। মাধবদী থানা পুলিশ সুত্রে জানাগেছে মাধবদী থানায় সাধারণ ডায়রী নং ৫০৮,তারিখ ০৯/০৬/২০২১ ইং মূলে এস আই মোঃ আঃ হক সিকদারের নেতৃত্বে মাধবদী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সহ অভিযান ডিউটি চলাাকালীন সময়ে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচদোনা হাই স্কুলের পূর্বপাশে সোলইমান হুজুরের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর মাদক বিক্রির সংবাদ পেয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানকে অবগত করিয়ে ঘটনাস্থল থেকে মাধবদী থানার আলগী মনোহরপুুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুল(৩০) ও নোয়াখালীর হাতিয়া থানার উত্তর চাকমারকুল গ্রামের নূরুল ইসলামের ছেলে মোঃ কাউছার ওরফে কায়ছার উদ্দিন(২৭) এই দু’ মাদক ব্যবসায়ীর হাত থেকে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা এক কেজি করে মোট ২ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য দশ হাজার টাকা। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানাগেছে তাদের সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী পাঁচদোনা বাবুরবাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে রকিবুল হাসান ওরফে ফ্রান্স(৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) এর ১৯(ক)/৪১ধারার অপরাধে মাধবদী থানা পুলিশ এ এস আই রোবেল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন যার মামলা নং-০৮,১০/০৬/২০২১ইং।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com