‘পোড়ামন টু’ দিয়ে বাংলাদেশে একক নায়িকা হিসেবে অভিষিক্ত হন পূজা চেরি। প্রথম সিনেমাতেই তিনি অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। জয় করেছেন দর্শক সমালোচকের মন। নতুন প্রজন্মের চলচ্চিত্র নায়িকা হিসেবে নিজেকে আলোচিত করেছেন। প্রশংসাকে প্রেরণা করে পথ চলছেন তিনি। নিয়মিতই কাজ করছেন সিনেমায়। সম্প্রতি তিনি কাজ করলেন একটি ওয়েব সিরিজেও। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। সিরিজটির নাম ‘প্যারাসাইকোলজি’। এন্টারটেইনমেন্ট ৭১ প্রযোজিত এ সিরিজটি নির্মাণ করছেন সুমন ধর। এর প্রযোজক আনিসুর রহমান মিশু। এতে প্রধান সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন আবুল কালাম আজাদ, ডিওপি ফরহাদ হোসেন। প্রযোজক মিশু নিশ্চিত করলেন, ইতিমধ্যে শেষ হয়েছে থ্রিলার ড্রামাটিক সিরিজটির শুটিং। বর্তমানে এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, ওয়েব সিরিজ ‘প্যারাসাইকোলজি’-তে থাকছে একটি গান। কবির বকুলের কথা ও সুরে এতে কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে প্রেরণা। একটি ওটিটি প্রতিষ্ঠানের জন্য নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। আসছে কোরবানি ঈদে ‘প্যারাসাইকোলজি’ অবমুক্ত হবে।