লঘু দণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত ২ হাজার ৮৮৪ জনের মধ্যে প্রথম দিনে সারা দেশে মোট ১৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দিমুক্ত প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (০২ মে) তাদেরকে মুক্তি দেয় কারা অধিদফতর।
তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছেন। দায়িত্বশীল কারাসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এই ১৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের কারাগারগুলো থেকে মুক্ত হয়েছেন ২৯ জন, যাদের ৬ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি। চট্টগ্রাম বিভাগ থেকে মুক্ত হয়েছেন ৪৪ জন।
করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে এর সংক্রমণ ঝুঁকি বেশি। তাই বন্দির চাপ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি সেই উদ্যোগের অংশ হিসেবেই এই বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ৩ ধাপে ২৮৮৪ কয়েদিকে মুক্ত করা হবে। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৩ মাস থেকে ১ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিরা।
এমআর/প্রিন্স