গোপালগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় স্বল্প-পরিসরে অধিদপ্তরের জোন অফিসের সম্মেলনকক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত দু’ঘন্টাব্যাপী এ গণশুনানীতে আলোচনা হয় গোপালগঞ্জ জোনের আওতাধীন সকল দপ্তরের কার্যক্রম নিয়ে। শুনানীতে অংশ নেন, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, ঠিকাদার, বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ গোপালগঞ্জ সড়ক জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গণশুনানী অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃদাঃ) মোঃ সুরুজ মিয়া। গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ ও নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম ও পৌর-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম সহ অনেকেই তাদের পর্যবেক্ষণ, পরামর্শ, মতামত ও অভিজ্ঞতা শুনানীতে ব্যক্ত করেন।