শেরপুরে ১০ কেজি গাঁজাসহ নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ী আটক করেছে সদর থানা পুলিশ। ২৪ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- চট্টগ্রাম জেলার ডাবল মুরিং উপজেলার পাহাড়তলী (মনির মার কলোনীর) ইউসেফ স্কুল সংলগ্ন মোহাম্মদ আলীর ছেলে আঃ জলিল ও শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তরপাড়া এবং বর্তমান শেরপুর পৌরসভার বারইপাড়া মহল্লার মগবর আলীর বাসার ভাড়াটিয়া হাশর আলীর স্ত্রী খোদেজা বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরীর তত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া, এসআই খোকন সরকার, এসআই রুবেল মিয়া, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন বুধবার রাত ১০ টার দিকে শেরপুর পৌরসভার মধ্যশেরী উত্তর বারইপাড়া মহল্লায় অভিযান চালায়। এসময় ওই মহল্লার বাসিন্দা মগবর আলীর বাসার সম্মুখ থেকে তার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী খোদেজা বেগম ও আঃ জলিলকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছেন আটককৃত গাঁজা গুলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে ক্রয় করে শেরপুরে বিক্রির উদ্দেশ্যে এনেছিল। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ জুন বৃহস্পতিবার শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৬৪ এবং আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।শেরপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক