করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় তৃতীয় পর্যায়ে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে সোমবার গলাচিপা পৌর-শহর ও উপজেলার সকল ইউনিয়নে কঠোর ভাবে লকডাউন পালন হচ্ছে। সোমবার (০৫ জুলাই) সকাল থেকে উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার এর নেতৃত্বে নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পৌর-শহরসহ ৫টি ইউনিয়নে লকডাউন কার্যকর করার লক্ষে উপজেলা প্রশাসন ব্যপক তৎপরতা চালিয়েছে। পৌর-শহরের সকল দোকান পাট বন্ধ এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। পরে উপজেলা প্রশাসন বিভিন্ন টিমের মাধ্যমে গ্রমীন হাট-বাজারে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে ঘরে থাকার জন্য হ্যান্ড মাইকে প্রচার-প্রচারণা অভিযান চালায়। উপজেলা শহরের কয়েকটি প্রবেশমুখে দেয়া হয়েছে ব্যারিকেড। রিক্সা, ভ্যান, ইঞ্জিন চালিত সকল পরিবহণ, ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচলে বাঁধা প্রদান করে। কঠোর বিধি নিষেধ কার্যকর করতে উপজেলায় নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও রেডক্রিসেন্টের স্বেচ্ছা সেবক সদস্যসহ গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন। ১২ ব্যক্তিকে ১২ হাজার ২ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেট আশীষ কুমার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজও অনেককে মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।