করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীনহয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম। শনিবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জন পুরুষ ও নারীর হাতে এই সহায়তা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন ও আলু সামগ্রী। চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন এলাকার মানুষ ৩৩৩ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী খাদ্য সহায়তা পেয়েছেন। এছাড়াও ত্রিপল থ্রি’তে ফোন করার পরে মধ্যবিত্তসহ বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। খাদ্য সহায়তা বিতরণের আগে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত থাকবে।