শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

শেরপুরে টিউবওয়েল ছাড়াই বের হচ্ছে পানি

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে টিউবওয়েল ছাড়াই বের হচ্ছে পানি। যা নিয়ে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা কৌতুহল। সরজমিনে ১০ জুলাই শনিবার দুপুর ১ টায় দেখে গেছে এমন দৃশ্য। শেরপুর জেলার নানা জায়গা থেকে পানি ওঠার দৃশ্য দেখতে ভিড় করছেন অনেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই ঝিনাইগাতি উপজেলার ধানশাইল গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করেন শিক্ষক আব্দুল হাকিম। পরবর্তীতে ওই টিউবয়েল থেকে কোন রকম চাপ বা বৈদ্যুতিক সংযোগ ছাড়াই আপনা আপনি নিরবচ্ছিন্ন পানি বের হয়ে হচ্ছে। আব্দুল হাকিমের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, টিউবয়েল ছাড়া পানি বের হওয়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। পানির এত চাপ। দেখে যে কেউ মনে করতে পারে যে কোন ইলেকক্ট্রিক পাম্প দিয়ে পানি উপরের দিকে উঠানো হচ্ছে। এ বিষয়ে ধানশাইল উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুল হাকিম বলেন, আমাদের পুরনো টিউবয়েলটি নষ্ট হলে নতুন একটি স্থাপনের জন্য উদ্যেগ নেই। এরই মধ্যে গত ৮ জুলাই পাইপ সহ আনুসাঙ্গিক মালামাল কিনে বাড়িতে আসি। এরপর মিস্ত্রি দিয়ে ৪০ ফিট পাইপ এবং ৫ ফিট ফিল্টার স্থাপন করি। কিন্তু টিউবয়েল স্থাপনের পর থেকেই দেখি নিচ থেকে আপনা আপনি পানি উঠছে। এই দৃশ্য দেখে মিস্ত্রিরা টিউবয়েলের মাথা পাইপ থেকে সরিয়ে ফেলে। এরপর খোয়াল করি ঝর্নার ফোয়ারার মত পানি বের হচ্ছে। গত ২ দিন থেকে অদ্যাবধি ১০ জুলাই পর্যন্ত টিউবওয়েল ছাড় পানি ওঠার দৃশ্যটি দেখার জন্য এলাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় করছে। এব্যাপারে ঝিনাইগাতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রাধা বল্লভ জানান, শুকনো মৌসুমে সাধারনত পানির লেয়ার খুব নিচে চলে যায়। অপরদিকে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পানির লেয়ার অনেকটাই উপরে চলে আসে। তখন নতুন টিউবয়েল স্থাপন করলে অনেক সময় নিচ থেকে পানির একটা চাপ সৃষ্টি হয়। এর ফলে পাইপ দিয়ে টিউবয়েল ছাড়াই পানি উপরে চলে আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com