মিরসরাইয়ের করেরহাটে গ্রামীন সড়ক ভেঙ্গে দ্বিখন্ডিত হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষের। মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া (ফরেস্ট অফিস) এলাকার ফরেস্ট অফিস থেকে একরাম সওদাগরের বাড়ি পর্যন্ত ওবায়দুল হক সড়কটি টানা বৃষ্টিতে ভেঙ্গে ছড়ায় বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই সড়কটি দিয়ে আজিজনগর গ্রাম এবং ছত্তরুয়া গ্রামের মানুষ যাতায়াত করে। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, শুষ্ক মৌসুমে রাস্তা সংস্কারের জন্য রাস্তায় মাটি দেওয়ায় বর্ষাকালে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। যানবাহন তো দূরে থাক মানুষ পর্যন্ত হাঁটাচলার সে অবস্থা নেই। আমরা খুব মানবেতর জীবন যাপন করছি। এই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার বেলাল হোসেন বলেন, বিষয়টি আমাদেরকে অনেকে জানিয়েছেন। প্রবল বর্ষণের কারণে রাস্তাটি ভেঙে গেছে। বৃষ্টি শেষ হলে অতি দ্রুত স্থানীয় চেয়ারম্যান সহ সড়ক মেরামত করবো। গত ৪ মাস আগে এই ওবায়দুল হক সড়কটির মেরামত কাজ করা হয়েছিল। কিন্তু চার মাসের ব্যবধানে সড়কের বেহাল দশা এবং ছড়ায় বিলীন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উক্ত সড়কের দ্রুত সংস্কার ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, অতিবৃষ্টির কারণে গ্রামীণ সড়কটি ভেঙে গেছে। আমরা দ্রুত সময়ে ছোট কাজ গুলো করে দিবো। ভাংগা রাস্তা মেরামত করে জনগনের চলাচলের উপযোগি করে দেবো বৃষ্টির মৌসুম শেষ হলে।