সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত ফারুকী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে পোস্ট করে ফারুকী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি করোনা পজিটিভ হয়েছি। তাই দয়া করে সবাই নিজের নিরাপদে থাকুন এবং মনোবল দৃঢ় রাখুন।’ অথচ, মাত্র পাঁচ দিন আগে তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। সোশ্যাল সাইটে সবাইকে সেই খবর জানিয়ে সতর্ক করেছিলেন যে, ‘টিকাই শেষ কথা নয়’। করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতেই হবে। গত ২৬ জুলাই করোনার টিকা নিয়েছিলেন ফারুকী। একই দিনে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবেএকটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ!’ ‘সো, স্বাস্থ্য বিধি মেনে চলেন! ঘরে থাকেন! আর অবসরে লেডিজ অ্যান্ড জেন্টলমেন দেখতে পারেন! পুরা আট পর্ব এক টানে দেখলে সবচেয়ে ভালো! তাহলে একটা অন্যরকম অনুভুতি হইলেও হইতে পারে! এই সিরিজের অনেকগুলা মুহুর্ত আমার খুব প্রিয়! আমরা ফিল্মমেকাররা সারাজীবন কাজ করি এরকম কিছু কিছু মুহূর্ত তৈরি করবো বলে, ঐ মুহূর্তগুলাতে পৌঁছবো বলে, যেগুলা একধরনের ব্যাখ্যাতীত অবস্থায় পৌঁছে দেয় মনকে! এখানে সেরকম অনেকগুলা মুহুর্ত তৈরি করা গেছে মনে হয়! ‘
বিজ্ঞানীরাও বারবার বলে আসছেন, টিকা মৃত্যুঝুঁকি অনেক কমিয়ে দেয়; কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। তাই যারা টিকা নিয়েছেন, তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিচালক ফারুকী সেটাই যেন আবার প্রমাণ করলেন। উল্লেখ্য, কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। প্রোডাকশনটি দর্শকদের মন জয় করে নিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com