রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে ভাঙা কালভার্ট-বেহাল সড়কে যানবাহন চলছে এঁকেবেঁকে

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

ভেঙে গেছে কালভার্ট। কার্পেটিং, ইট-খোয়া উঠে তৈরি হয়েছে খানাখন্দ। গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। আবার কোথাও কোথাও সড়কের দু’ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য ও মালামাল পরিবহণ। ফলে এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। বলছিলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ‘উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর’ এবং ‘বামনসাতা-কালিকতা-সোনারমোড়’ সড়কের কথা। শুধু এই দুটি সড়ক নয়, শিবগঞ্জ-মাদ্রাসারমোড়-শিবরামপুরমোড়, ভালাইন-কালিতলা সড়কসহ ইউনিয়নের সর্বত্র একই চিত্র। খোঁজ নিয়ে জানা যায়, উত্তরগ্রামের কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নু সংসদ সদস্য থাকাকালীন ২০০১-২০০৪ সালের দিকে সড়কগুলো পাকা করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। তবে গত কয়েক বছরে মাদ্রাসারমোড়-উত্তরগ্রাম-মোল্লাকুঁড়ি, বোয়ালমারী-ধর্মপুর-শিবরামপুর ও বামনসাতা-কালিকতা-সোনারমোড় সড়কের সোনারমোড় থেকে মানিকেরমোড় পর্যন্ত সংস্কার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সরেজমিনে দেখা যায়, প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর সড়ক এবং বামনসাতা-কালিতলা-সোনারমোড় সড়কের বামনসাতা থেকে মানিকেরমোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইট-খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। তারপরও লক্কড়-ঝক্কড় সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের ভালাইন পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট এর ছাদের অংশ ভেঙে গেছে। ভাঙা কালভার্ট এর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। কালভার্ট ও সড়ক দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। বামনসাতা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারে তেমন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। উত্তরগ্রাম ইউনিয়নে ব্যাপক ধান ও শবজি চাষ হয়। কৃষিপণ্য পরিবহণ ব্যাহত হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্টরা নীরব। ভ্যানচালক আব্দুর রহমান বলেন, ভাঙ্গাচোরা সড়কে ভ্যান চালাতে গিয়ে দুই-এক দিন পরপরই নাটবল্টু নড়বড়ে হয়ে যায়। আর বৃষ্টি হলে কাঁদা-পানিতে একাকার। জানতে চাইলে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সংস্কার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com