শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

পদ্মা সেতুর শেষ স্ল্যাব বসল: পূর্ণাঙ্গ রূপ পেল স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ

আবুল হোসেন সরদার শরীয়তপুর:
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এগিয়ে চলা স্বপ্নের পদ্মা সেতুর নির্মান কাজ এবার আরো একধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বাসানোর পর এবার শেষ হলো রোডওয়ে স্ল্য্যাব বসানোর কাজ। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্নাঙ্গতা পেল সড়ক পথ। সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্য্যাবের মধ্যে বসে গেছে ২ হাজার ৯১৭টি। সোমবার (২৩ আগস্ট) সকালে শেষ স্ল্যাবটি বসানোর মধ্য দিয়ে রোডওয়ে স্ল্যাবের পূর্নাঙ্গতা হলো ৬ দশমিক ১৫ কিমি। অর্থাৎ শেষ হলো পদ্মা সেতুর রোডওয়ে স্ল্য্যাব বসানোর কাজ। এসব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। নির্বাহী প্রকৌশলী জানান, সোমবার ১টি রোডওয়ে স্ল্য্যাব বসানো হল। সেতুর ১২ ও ১৩নং পিয়ারের স্প্যানে বসানো হলো শেষ ১টি রোডওয়ে স্ল্যাব। রাতেই ২টি স্ল্য্যাব বসানো হয়েছে। এদিকে এর আগে চলতি বছরের গত ২০ জুন শেষ হয়েছিলো দ্বিতলা সেতুর রেলওয়ে স্ল্য্যাব বসানোর কাজ। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ। উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। একই সঙ্গে চলতে থাকে রোডওয়ে, রেলওয়ে স্ল্য্যাব বসানোসহ অন্যান্য কাজ। ২০২২ সালের জুন মাসের মধ্যেই এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com