‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গলাচিপা সরকারি দিঘীসহ ৩২টি মস্জিদ, মন্দির, মুক্তিযোদ্ধা খাল এবং বিভিন্ন সরকারি জলাশয়ে চার’শ ২৭ কেজি রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য দপ্তরের সামনে সরকারি দিঘীতে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ধলা), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, বিভিন্ন মস্জিদ-মন্দির কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।