সোমবার, ১৩ মে ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে পথে-প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু নিয়ে মিথ্যাচারে এলাকাবাসীর ক্ষোভ দুই যুগ ধরে কুইচা বিক্রি করে চালাচ্ছেন সংসার শতভাগ পাস : পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সাফল্য ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা তারাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি সেরা সংগঠনের পুরস্কারে ভূষিত মৌলভীবাজারে প্রতীকী শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে ঘড়–য়া গ্রামের পন্ডিত সারদা-অন্নদা শহীদ দিবস পালণ সাদা মনের মানুষ আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হক গাইবান্ধায় রেলের যাত্রীসেবা বাড়াতে বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন

মাথা গোঁজার ঠাঁই চান প্রতিবন্ধী রুপালি বেগম

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত আয়মা রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম মানিক গ্রামে বসবাস করে আসছে রুপালি বেগম। রুপালি বেগমের অসুস্থ স্বামী হারুনুর রশিদ(৭৩) ও এক’সন্তানকে নিয়ে প্রায় ১৫ বছর যাবত ২ শতক জমির উপর বেড়া ও পাতলা টিনের ছাউনি যা সামন্য বৃষ্টির পানিতে ঘরের মধ্যে পানি পড়ে ফলে ঘরে থাকা সম্ভব হয় না রুপালি বেগমের পরিবারের। একদিকে খাবারের চিন্তা অন্যদিকে ছেলের লেখাপড়ার খরচ যোগাতে পারছেনা তারা। অসুস্থ স্বামী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন রুপালি বেগম। পিতার অংশে দুই শতক জমির উপর কোনমতে ভাঙ্গা চুরা টিনের ছাউনির নিচে বসবাস করছে রুপালি বেগম। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে পুরাতন বেড়া উপরেও ভাঙ্গাচোরা টিনের নিচে পলিথিন এবং পুরাতন কাপড় দিয়ে ছাউনি। কাপড়ের বেড়ার একাধিক জায়গা ছিদ্র। যা স্বচোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কথা হয় রুপালি বেগমের সঙ্গে। তিনি বলেন, এই জায়গায় প্রায় ১৫ বছর ধরে আছি। খুব কষ্টেই জীবন যাপন করছি। এক ছেলে মোঃ উজ্জ্বল হোসেন(১৪) সে পড়াশুনার ফাঁকে পাঁচবিবি শহরে পত্রিকা বিক্রি করে। স্বামী অসুস্থ সে কোন উপার্জন করতে পারে না। ভোট আসলে জনপ্রতিনিধিরা আসে পরে আর তাদের দেখা মেলে না। রুপালি বেগম আরো জানান, আমাদের ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ জাকির হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক সালেকিন ইসলাম কিছুটা আমাদের দেখছে, আমরা যখন খেতে না পারি তখন সে কিছু টাকা দিয়ে সাহায্য করে। আমি টাকা পয়সা কিছুই চাইনা। আমি একটু মাথা গোঁজার ঠাঁই চাই। শুনেছি মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর উপহার দিচ্ছেন। পাঁচবিবি উপজেলার সুনামধন্য ও জনবান্ধব নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন স্যারের নিকট ইতিপূর্বে একটি ঘরের জন্য আবেদন করেছি। শুনেছি ইউএনও স্যারের মাধ্যমে ইতিমধ্যে বহু মানুষ জমি ও ঘর পেয়েছে, তারা সেখানে বসবাস করছে, তারা ঠিকই খুঁজে পেয়েছে তাদের আপন ঠিকানা। আমি ইউএনও স্যারের নিকট আবেদন জানাচ্ছি যাতে আমি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com