সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন করোনায় আক্রান্ত

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হন এক ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

শনিবার (৯ মে) বিকেলে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ মে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এই ৬ জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন, সদর উপজেলায় একজন ও মুকসুদপুরে একজন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জনই ঢাকা ফেরত। করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com