জনপ্রিয় মার্কিন অভিনেতা এড আসনার মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সকালে নিজ বাড়িতে ৯১ বছর বয়সে মারা যান তিনি। জনপ্রিয় টিভি সিরিজ লু গ্রান্টের মূল চরিত্রে অভিনয় করা এড আসনার পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এড আসনারের টুইটার অ্যাকাউন্ট থেকে তার সন্তানরা জানান, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা রোববার সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের দুঃখ বলে বোঝানো যাবে না। বাবা তোমার কপালে চুমু, শুভরাত্রি। আমরা তোমাকে ভালোবাসি।