সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

চার হাজার অসহায় মানুষের পাশে শচীন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

মহামারী করোনাভাইরাসের কারণে ভারতে অনেক মানুষ অসহায় জীবন-যাপন করছেন। এবার সে সকল মানুষদের পাশে এসে দাঁড়ালেন শচীন টেন্ডুলকার।

শচীন এবার চার হাজার অসহায় মানুষকে আর্থিক সাহায্য দিয়েছেন। মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অসহায়দের জন্য আর্থিক সাহায্য দেন সাবেক এই তারকা ক্রিকেটার।

এরপরই শচীনকে ধন্যবাদ জানিয়ে টুইটারে সংস্থাটি লিখেছে, ‘‌কঠিন এই সময়ে আরও একবার এগিয়ে আসার জন্য ধন্যবাদ। করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে আপনার অনুদান চার হাজার মানুষের উপকারে আসবে। উপকৃত হবে ছোট বাচ্চারাও।’‌

এই সাহায্যের আগে করোনার দুঃসময়ে মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের ত্রাণ তহবিলে ২৫ লাখ করে মোট ৫০ লাখ রুপি অনুদান দেন এই ব্যাটিং জিনিয়াস। আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে এক মাসের জন্য পাঁচ হাজার মানুষের মুখে খাবারও তুলে দিয়েছেন শচীন।

এই মহাতারকা প্রমাণ করছেন তিনি শুধু ভালো ক্রিকেটারই নন, ভালো মনের মানুষও।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com