রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

ফকির আলমগীরসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতি সংসদের শোক সংসদ অধিবেশন শুরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হয়েছে। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অধিবেশন শুরু হয়। করোনার সংক্রমণের মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। করোনার সংক্রমণ থাকায় এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। আজ শুরু হয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ টানা চার কার্যদিবস সংসদ অধিবেশন চলবে। তবে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন। করোনাকালে হওয়া অন্যান্য অধিবেশনের মতো এবারের অধিবেশনও বসছে স্বাস্থ্যবিধি মেনে। করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে সংসদে যোগ দিতেছেন সংসদ সদস্যরা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেশবরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরসহ একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। গত ১৩তম অধিবেশন শেষ হওয়ার পর এই ১৪তম অধিবেশন শুরুর আগ পর্যন্ত যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে সংসদের ১৪তম অধিবেশনে তাদের নামে শোকপ্রস্তাব আনেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে সাবেক একজন প্রতিমন্ত্রী ও ছয়জন সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন সাবেক সংসদ সদস্য (নবম জাতীয় সংসদ, কুষ্টিয়া-১ আসন) আফাজ উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য (প্রথম জাতীয় সংসদ, তৎকালীন রংপুর-২২ আসন) তোফাজ্জল হোসেন সরকার, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য (এমএনএ, ১৯৭০) আলহাজ জামাল উদ্দিন আহম্মদ, সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী (দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম জাতীয় সংসদ, ময়মনসিংহ-৫,৮,৯ আসন), সাবেক সংসদ সদস্য মো. রেজা খান (চতুর্থ জাতীয় সংসদ, জামালপুর-৫ আসন) অধ্যাপিকা জাহানারা বেগম, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য (পঞ্চম জাতীয় সংসদ, সংরক্ষিত নারী আসন ও ষষ্ঠ জাতীয় সংসদ, রাজবাড়ী-১ আসন) এবং সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন (চতুর্থ জাতীয় সংসদ, ঢাকা-৮ আসন)।
স্পিকার বলেন, উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেশবরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস এ সামাদ, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার তথ্য ও প্রতিবেদন বিশ্ববাসীর নিকট প্রচারকারী ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং, জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগম, সংসদ সদস্য মমতা হেনা লাভলীর মা আনোয়ারা খানম, নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মনোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার ও সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মুছা মিয়া সিআইপি, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম এবং সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতাকর্মী শ্রী শংকরের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ইতোমধ্যে আমরা একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এমপিকে হারিয়েছি।
তিনি বলেন, অধ্যাপক মো. আলী আশরাফ ১৯৪৭ সালের ১৭ নভেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামে জন্মগ্রহণ করেন এবং ৩০ জুলাই ২০২১ বিকেল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর আট মাস ১৩ দিন।
এছাড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে এ সংসদ গভীর শোক প্রকাশ করছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকা-ে হতাহত, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে হতাহত, ক্যারিবিয় দ্বীপরাষ্ট্র হাইতিতে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোকপ্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
স্পিকার উত্থাপিত শোকপ্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় আলী আশরাফকে নিয়ে সংসদে আলোচনা হবে। এরপর শোকপ্রস্তাব গ্রহণ শেষে মরহুমের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন উপস্থিত এমপিরা। এরপর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হবে। পরে সংসদের রীতি অনুযায়ী অধিবেশন কিছুক্ষণ মুলতবি করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com