মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে মানসিক ভারসাম্যহীন মানুষের সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছে তারুণ্যের অগ্রযাত্রা সংগঠন

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বরিশাল নগরীর বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) মানুষদের সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে একদল তরুন শিক্ষার্থীদের তারুণ্যের অগ্রযাত্রা নামের স্বেচ্ছসেবী সংগঠন। জানা গেছে, নিজেদের অর্থায়নে এবং নিজেদের শ্রমে কাজটি কিছুটা সম্পন্ন করেছে সংগঠনটি। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা সমাজ থেকে বিতাড়িত অবহেলিত, তাই তাদের সৌন্দর্য বৃদ্ধির মধ্য দিয়ে তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে তাদের এই কাজের উদ্যোগ। তারা? নগরীর বিভিন্ন স্থানে ঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষদের অতিরিক্ত চুল, দাঁড়ি কেটে তাদের মধ্যে নতুন সৌন্দর্য ফিরিয়ে এনেছে। এর পাশাপাশি তাদেরকে দুপুরের খাবার বিতরন করে। তবে সমাজের বিত্তশালীরা তাদের সাথে থাকলে তারা এই কার্যক্রম স্থায়ীভাবে করার পরিকল্পনা করবে। সংগঠনের সদস্যরা আরো জানান, দেশ মহামারিতে মানবিক সাহায্যের জন্য সমাজের সকল পর্যায়ের লোকেদের এগিয়ে আসতে হবে। আমরা এখন পর্যন্ত নিজেদের অর্থায়নের মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। যেহেতু আমরা সবাই শিক্ষার্থী তাই আমরা সকল ধরনের মানুষের সহযোগিতা এবং আর্শিবাদ কামনা করেন সংগঠনের সদস্যরা। বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরিক্ষার্থী, এইচএসসি পরিক্ষার্থী সহ এইচ.এস.সি প্রথম বর্ষের শিক্ষার্থীরা চলতি বছরের ১লা এপ্রিল তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ৭ই মার্চ পবিত্র রমযান মাসে নগরীতে ইফতারী বিতরনের মাধ্যমে সেবা কাজে যাত্রা শুরু করেন বলে জানান সংগঠনের সদস্য শিক্ষার্থী অন্তর রায়। উল্লেখ্য, ২৯ শে আগস্ট ১ ম ধাপের কাজ সম্পন্ন করার পর স্বেচ্ছাসেবী সংগঠন। প্রর্যায়েক্রমে তারুণ্যের অগ্রযাত্রা”র ৬ ই সেপ্টেম্বর ২য় ধাপের কার্যক্রম সম্পন্ন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com