সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

রাজনগরের প্রেমনগর সপ্রাবি প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে মানববন্ধন

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফেআরাকে অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায়। ম্যানেজিং কমিটির সদস্য তাহের মিয়ার সভাপতিত্বে ও ইউপি মেম্বার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ও অভিভাবক বিলাল মিয়া, আতাউর রহমান, মঞ্জুর মিয়া প্রমুখ। বক্তারা বলেন- প্রায় ২০ বছর ধরে প্রধান শিক্ষিকা লুৎফেআরা এ বিদ্যালয়ে আছেন। তিনি দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে মনগড়া বিল ভাউচারের মাধ্যমে টাকা উঠিয়ে এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে কোন হিসাব না দিয়ে তার ইচ্ছামত বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিভিন্ন সময় শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি। তাই, আমরা আজকে এ মানববন্ধন কর্মসূচি পালণ করছি। এ দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকাকে এ বিদ্যালয় থেকে অপসারণ করা না হলে আমরা আমাদের কোমলমতি ছাত্রদেরকে আর স্কুলে পাঠাবো না। বক্তারা খুব দ্রুত এ প্রধান শিক্ষিকাকে এ বিদ্যালয় থেকে অপসারণের আহ্বান জানান। এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল জানান- আমার দপ্তরে এ সংক্রান্ত কোন অভিযোগ আছে কি-না আমার জানা নেই। উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com